
নাথিং কোম্পানির নতুন স্মার্টফোন নাথিং ফোন-৪এ নিয়ে জল্পনা দিন দিন বাড়ছে। সংস্থার এ সিরিজের পরবর্তী সাশ্রয়ী ৫জি স্মার্টফোন হিসেবে আসতে পারে এই মডেলটি। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিভিন্ন রিপোর্ট ও ফাঁস হওয়া তথ্যে ফোনটির বেশ কিছু সম্ভাব্য বৈশিষ্ট্য সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, এতে থাকবে ৬৭ ওয়াট দ্রুত চার্জিং, বড় ব্যাটারি, দ্বৈত ক্যামেরা এবং নতুন ধরনের গ্লিফ আলো ব্যবস্থা।
লঞ্চের সম্ভাব্য সময় এবং দাম : নাথিং ফোন-৪এ ২০২৬ সালের মার্চ মাসে বিশ্ববাজারে লঞ্চ হতে পারে। আগের এ-সিরিজ স্মার্টফোনের মতোই এটি বার্ষিক রিলিজ চক্র বজায় রাখবে। বিভিন্ন রিপোর্ট বলছে, ফোনটি ভারতের মধ্য–বাজেট বাজারে প্রতিযোগিতা তৈরি করবে। সম্ভাব্য দাম হতে পারে ২৫,০০০ থেকে ৩০,০০০ রুপি। যদিও এটি পুরোপুরি অনুমান; আনুষ্ঠানিক ঘোষণা এলে দাম বদলাতে পারে।
ডিসপ্লে ও ডিজাইনে নতুনত্ব : ফোনটিতে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা, যেখানে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া থাকতে পারে আইপি৫৫ রেটিং, যা পানি ও ধুলা থেকে মৌলিক সুরক্ষা দেবে।
নাথিংয়ের জনপ্রিয় স্বচ্ছ ব্যাক ডিজাইন এবং গ্লিফ আলো ব্যবস্থা নতুন মডেলকেও আলাদা পরিচয় দেবে। সংযোগের জন্য থাকতে পারে ব্লুটুথ ৫.৪, ওয়াই–ফাই ৬ এবং এনএফসি প্রযুক্তি।
ক্যামেরা ও ব্যাটারিতে উন্নতি : ফোনটিতে থাকতে পারে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সঙ্গে থাকবে ৬৭ ওয়াট দ্রুত চার্জিং, যা খুব কম সময়ে চার্জ নেওয়ার অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার : রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন ৬/৭ সিরিজের চিপ। র্যাম হতে পারে ৮ বা ১২ জিবি, স্টোরেজ হতে পারে ১২৮ বা ২৫৬ জিবি।
সম্ভাব্য ফিচারগুলো সত্যি হলে নাথিং ফোন-৪এ ভারতের মধ্যম দামের স্মার্টফোন বাজারে দারুণ প্রতিযোগিতা তৈরি করতে পারে। এখন শুধু অপেক্ষা- সংস্থা কবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং ফোনটি লঞ্চের পর কেমন সাড়া পায়।