ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কামরাঙ্গীরচরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গত সোমবার বিকালে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)।

গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন, গত ২৩ জুন রাত সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তায় ভিকটিম রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং আরও ২-৩ জন মিলে পরিকল্পিতভাবে রকিকে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীকালে রকির চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তার মৃত্যু হয়। রকির মা রাজিয়া বেগম এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অভিযান চালিয়ে আবু তালেব মেম্বার ও পলাশ খাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত