ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচদিনের ব্যবধানে করোনায় সিলেটে দুজনের মৃত্যু

পাঁচদিনের ব্যবধানে করোনায় সিলেটে দুজনের মৃত্যু

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তার বয়স প্রায় ৮০ বছর। গত মঙ্গলবার রাতে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে চলতি দফায় করোনায় সিলেটে দুজন মারা গেলেন। এরআগে ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন। শহিদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত