বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের নীচ তলায় গতকাল বুধবার ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। প্রথমে তিনি টি এস সি চত্বরে বিএআরআই উদ্ভচাবিত কৃষি যন্ত্রপাতি প্রদশনী মেলার উদ্বোধন করেন। শেকৃবি উপাচার্য তার বক্তবে বলেন বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ডোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রকৌশলীদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই এর চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি