ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচন ঘিরে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি

ডাকসু নির্বাচন ঘিরে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ কমিটির অনুমোদন দিয়েছেন। এ উপলক্ষে গত মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপদেষ্টা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত