ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন

পুড়ল ৩০ দোকান
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকালে চাষাড়ার এই মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিয়ন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারিসহ বিভিন্ন ধরনের দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়ন এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত