ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তরুণ উদ্যোক্তাদের জন্য স্মার্ট নীতি ও সহায়ক পরিবেশ সময়ের দাবি

তরুণ উদ্যোক্তাদের জন্য স্মার্ট নীতি ও সহায়ক পরিবেশ সময়ের দাবি

তরুণ উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে সময়োপযোগী নীতি, সহজে পুঁজি প্রাপ্তির সুযোগ এবং একটি উদ্ভাবনবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক যৌথভাবে আয়োজিত “তরুণ উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও পরিবেশ ব্যবস্থা” শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এই বার্তা দেন। অনুষ্ঠানটি বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “আমরা এমন এক প্রজন্মের উত্থান প্রত্যক্ষ করছি, যারা আর কারও অনুমতির অপেক্ষা করছে না- তারা উদ্দেশ্য ও উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই শক্তিকে কাজে লাগাতে হলে আমাদেরও অঙ্গীকার থাকতে হবে- যুবদের পথে থাকা বাধাগুলো দূর করতে, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এবং নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সরঞ্জাম তাদের হাতে তুলে দিতে।”

যেখানে তিনি সরকারের তরুণ-কেন্দ্রিক সংস্কার কার্যক্রমে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তাইয়েব বলেন, “বাংলাদেশের তরুণরা অপেক্ষা করছে না-তারা গড়ছে, বিস্তৃত করছে, সমাধান বের করছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “স্থানীয় উদ্যোক্তারা আমাদের জাতীয় সম্পদ। তাদের বিকাশে স্মার্ট নীতি, সহজে পুঁজির প্রবেশাধিকার এবং একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতেই হবে।” সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত