ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র

বলল ইনকিলাব মঞ্চ
লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব নয়। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়।

শিক্ষার্থীরা ক্লাস করছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, তার বাবা-মায়ের কাছেও রয়েছে। গতকাল বুধবার দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রের দায় নিরূপণ ও জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আহুত কফিন মার্চের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শরীফ ওসমান হাদি বলেন, সেনাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের একটি গোষ্ঠী যেকোনো ঘটনার পরেই বলতে থাকে পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, সারা দেশ থেকে সেনাঘাঁটি সরাও। কেন? ভারত এসে দেশটাকে দখল করুক? ওদের মনোবাসনা হলো সেনারা পাহাড়ে থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না; থাকবে শুধু ওরা আর থাকবে ভারত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ দেশের সেনাবাহিনী দুর্বল হলে লাভ কার? এতে ক্ষতি বাংলাদেশের, লাভ প্রতিবেশী দেশের। যারা এই সুরে কথা বলে, বাংলাদেশের মানুষ যেন তাদের চিনতে ভুল না করে। আনু মোহাম্মদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, হাসিনা যখন গুম করেছে, খুন করেছে, দিনের ভোট রাতে করেছে—এমন কোনো জঘন্য কাজ নেই যা তিনি করেননি। তখন তারা একদিনও বলেনি, এসব কাজ হাসিনা বা আওয়ামী লীগ করছে। তারা বলেছে, এগুলো রাষ্ট্র করছে। আর এখন তারা রাষ্ট্র শব্দটি ব্যবহার করছে না, এখন তারা বলছে—ইউনূস করছে, ইন্টেরিম করছে। আগে তারা রাষ্ট্র ভাঙার কথা বলতো, এখন বলছে ইন্টেরিম ভাঙো। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে হাদি বলেন, যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত