
রাজধানীর ডেমরায় চোর সন্দেহে আটক করার পর স্থানীয় মানুষের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর চারটার দিকে ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ওই যুবকের পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ভোরের দিকে ওই যুবককে চোর সন্দেহে আটক করার পর নির্মাণাধীন ভবনটিতে থাকা শ্রমিক ও আশপাশের কয়েকজন মিলে পিটুনি দেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়।