রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সেন্টু ইসলাম (৪৫)। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আল-আমিন নামে একজন আহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের পেছনে ছিলেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আল-আমিন বলেন, মো. সেন্টু ইসলাম একজন ব্যবসায়ী। রাতে সেন্টু কাকরাইলে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। তিনি তাঁর সঙ্গে ছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে লালবাগের বাসায় ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।