তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আহতদের দেখতে সিএমএইচ এবং বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করেন। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা বলেছে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একটি পূর্বনির্ধারিত সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে গত ২১ জুলাই ঢাকা ত্যাগ করেন। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পর তিনি বিমানবাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ সফর বাতিল করেন। তুরস্কের বিমানবন্দর থেকেই ফিরতি যাত্রা করে ২২ জুলাই বাংলাদেশে প্রত্যার্বতন করেন। ঢাকায় পৌঁছে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি