ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘তামাক আইন সংশোধনে কোম্পানির মত চাওয়া অনুচিত’

‘তামাক আইন সংশোধনে কোম্পানির মত চাওয়া অনুচিত’

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণের জন্য স্টেকহোল্ডার সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা কমিটি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)’। সংস্থাটি বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩ এবং এর গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় প্রজ্ঞা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিমালা বা নীতি প্রণয়নের ক্ষেত্রে তামাক কোম্পানির অংশগ্রহণ বা মতামত গ্রহণ এফসিটিসি-এর নীতিমালার পরিপন্থি। বাংলাদেশ ২০০৩ সালে এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০৮ সালে এর গাইডলাইন অনুস্বাক্ষর করে।

ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ অনুযায়ী গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়ন করছে। আরও জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কার্যকর করতে সংশোধনের উদ্যোগ নেয়। এরপর খসড়া প্রকাশ, মতামত গ্রহণ ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে ২০২৪ সালের ৭ নভেম্বর এটি উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। পরে খসড়া পরিমার্জনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন উপদেষ্টা কমিটি গঠন করা হয়, যার বৈঠক অনুষ্ঠিত হয় গত ১৩ জুলাই।

এ বিষয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, তামাক কোম্পানির সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী পাস করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত