খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর নতুন ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট অ্যান্ড অনারারী) দায়িত্বভার গ্রহণ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আনিসুর রহমান। গতকাল দায়িত্বভার গ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান রথীন্দ্রনাথ মহালদার, ইংরেজি বিভাগের প্রধান তাসনুভা খায়ের, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা ও প্রক্টর মুশফিক শাহরিয়ার শাফিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী মাসে নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত হলে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে যা এ বিশ্ববিদ্যালয়ের জন্য হবে অগ্রগতির মাইলফলক। তিনি এ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম রহমানসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি