ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সেতু বিভাগে ৫ তরুণের ইন্টার্নশিপ সম্পন্ন

সেতু বিভাগে ৫ তরুণের ইন্টার্নশিপ সম্পন্ন

সেতু বিভাগে বিভিন্ন বিষয়ের ৫ জন তরুণ শিক্ষার্থীর ইন্টার্নশিপ সফলভাবে শেষ হয়েছে। ইন্টার্নশিপের মেয়াদ ছিল ৩ মাস। গতকাল বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ইন্টার্নশিপ সম্পন্ন করা ইন্টার্নদের সনদপত্র বিতরণ করা হয়। ইন্টার্নদের ভবিষ্যৎ সার্বিক সাফল্য কামনা করে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইন্টার্নরা সেতু বিভাগ এবং আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশের সেবাকর্মে তারা নিজেদের একজন সুনাগরিক ও দক্ষ কর্মী হিসেবে উৎসর্গ করবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া, সনদ বিতরণ অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন ইন্টার্নরা তাদের ইন্টার্নশিপ সময়ে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপনা এবং বেশ কিছু সুপারিশও দেওয়া হয়। ইন্টার্নশিপ সনদ প্রদান অনুষ্ঠানে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত