ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

খুলনায় ছাতা কারখানা পুড়ল চার ঘণ্টার আগুনে

খুলনায় ছাতা কারখানা পুড়ল চার ঘণ্টার আগুনে

খুলনা নগরের বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা কোম্পানির কারখানায় আগুন লেগেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বড় মির্জাপুর এলাকার একটি বহুতল ভবনে রহমান ছাতা কোম্পানির কারখানা। রাত দেড়টার দিকে সেখানে আগুন লাগে।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

রাত সাড়ে তিনটার দিকে আরও একটি ইউনিট যুক্ত হয়। স্থানীয় লোকজনের ধারণা, মশা মারার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছাতার কারখানাটি ছিল দুটি পাঁচতলা ভবন জোড়া লাগানো একটি স্থাপনায়। এর একটি অংশের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনে প্রবেশের জন্য পর্যাপ্ত পথ না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আশপাশের বাড়ির ছাদ ও টিনের চাল বেয়ে পানি ছিটাতে হয়েছে। বিভিন্ন গেটে তালা লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। আগুন লাগার সময় ভবনের চতুর্থ তলায় কয়েকজন অবস্থান করছিলেন।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা নিচে নেমে যান। ভবনের আশপাশে অবস্থান করা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) আবু বকর জামান গতকাল শুক্রবার সকালে বলেন, ‘আগুন সম্পূর্ণ নিভানো হয়েছে। রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আটটি ইউনিট সেখানে কাজ করেছে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত