ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশব্যাপী ভারী বৃষ্টির আভাস

দেশব্যাপী ভারী বৃষ্টির আভাস

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিমণ্ডউত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে দেশের আটটি বিভাগেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ২৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে দেশের প্রায় প্রতিটি বিভাগে একই রকম আবহাওয়া অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত