ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাঘাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাঘাত

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত তৌফিক ওমর (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার সংগঠক। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তানভীর সিলেট নগরের মোহাম্মদীয়া আবাসিক এলাকার বাসিন্দা হারুনুর রশীদের ছেলে। পুলিশ ও আহত তৌফিকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তানভীর বাসা থেকে বের হন। রাত সাড়ে ১১টার দিকে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মদিনা মার্কেট এলাকায় ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্বৃত্তরা তাঁর বাঁ হাঁটুর ওপরে দুটি ছুরিকাঘাত করে। তানভীরের বাবা হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। ছেলেকে কয়েকজন মিলে ছুরিকাঘাত করেছে বলে তাঁর বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছেন। তবে কারা কেন এমন হামলা চালিয়েছে, তা তিনি জানেন না। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কে বা কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত