ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ ক্লোজড

দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ ক্লোজড

রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় অসহযোগিতার কারণে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে ক্লোজ করা হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুজন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

গতকাল শুক্রবার বিকালে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, ছিনতাইয়ের ঘটনায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত