ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কর্মজীবী ও পথশিশুদের বাল্যবিয়ে রোধে অ্যাডভোকেসি ওয়ার্কশপ

কর্মজীবী ও পথশিশুদের বাল্যবিয়ে রোধে অ্যাডভোকেসি ওয়ার্কশপ

রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে শিক্ষা সেক্টরের ড্রপ ইন সেন্টার এন্ড নাইট শেল্টার প্রকল্পের কর্মজীবী ও পথশিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারণী স্টেকহোল্ডারদের সঙ্গে বার্ষিক অ্যাডভোকেসি কর্মশালা ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ঢাকা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন ও ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল। সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ খলিলউল্লাহ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ন পরিচালক মো. মনিরুজ্জামান। ওয়ার্কশপে বাল্যবিবাহ প্রতিরোধের উপর উপস্থাপনা করেন ডাম শিক্ষা সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম।

ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল বলেন, নিকাহনামার ফর্মণ্ডএ অনেক ত্রুটি আছে। এখানে বয়স উল্লেখ করা আছে জন্ম তারিখ নাই। উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে ইমাম সমিতির একজন প্রতিনিধি থাকার ব্যাপারে তিনি একমত পোষণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত