
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা, এবং মানবিক মূল্যবোধের উপরভিত্তি করে রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উদ্ভাবনী গবেষণা, নীতিগত মূল্যবোধ এবং সহানুভূতিশীল আচরণকে গুরুত্ব দেয়, যাতে করে রোগীদের প্রতি উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করা যায়। গত সোমবার এ ব্লক অডিটোরিয়ামে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে ‘হিউম্যান ভ্যালুস এন্ড এটিকেট ইন ইউনিভার্সিটি হেলথ কেয়ার প্র্যাকটিস’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, শুধমাত্র দক্ষ হলেই হবে না, রোগীর প্রতি চিকিৎসকের সহানুভূতি থাকা আবশ্যক। সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা জরুরি। চিকিৎসা ক্ষেত্র কেবল রোগ নিরাময়ের জন্য নয়, বরং রোগীর প্রতি সম্মান ও দায়িত্ববোধ প্রদর্শনের বিষয়টিও অতীব গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিএমইউতে বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে স্বাস্থ্য সেবা দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি