ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিয়োগ পরীক্ষায় অসদুপায় রোধে বিমানের জিরো টলারেন্স

নিয়োগ পরীক্ষায় অসদুপায় রোধে বিমানের জিরো টলারেন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা গত শনিবার ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে বিকাল ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ১ জন এবং কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজে ২ জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার পূর্বক সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এরমধ্যে প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে অংশগ্রহণের দায়ে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়াও, একজন প্রার্থীর নিকট থেকে নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। উপর্যুক্ত ঘটনাসমূহে মোট ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রানী বিশ্বাস (রোল : ১১০১২৯২৫), সাথী (রোল : ১১০১৪৬২১), মো. মেহেদী হাসান (রোল : ১১০০৫৬৭৩), জিএম শরিফুল ইসলাম (রোল : ১১০০৬০২২), মো. রাজু আহমেদ (রোল : ১১০০৫৪০০) এবং আল-আমিন (রোল : ১১০০৩০৮৮) কে বহিষ্কার করা হয়। এছাড়া, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. সোহাগ হোসাইন (রোল : ১১০১৬০৮৬) ও শাকিল খান (রোল : ১১০০১২৯৭)-কে বহিষ্কার করা হয়। পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. সাইফুল ইসলাম (রোল: ১১০১৭৩৭১)-কে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মো. সিদ্দীক আলী (রোল : ১১০১৪১২৪)-এর পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, মো. রায়হান হোসাইন (রোল : ১১০০৬৬১৩)-এর পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলী (রোল : ১১০০৪৭১২)-এর এডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। তদুপরি, মূল প্রার্থী সুমন আলী (রোল : ১১০০৪৭১২) পূর্বোক্ত ব্যক্তি রানা মিয়ার সঙ্গে যোগসাজশে পরীক্ষা দিতে আসায় তার পরীক্ষাও বাতিল করা হয় এবং তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত