ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয়, সামগ্রিক সংস্কৃতির অংশ’

‘দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয়, সামগ্রিক সংস্কৃতির অংশ’

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গত রোববার শহরের একটি হোটেলে খুলনা পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন ফ্রন্ট নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, দুর্গাপূজা পুরো জাতির উৎসব। এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে মিশে আছে। সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার প্রবণতা বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থেকেছে। বকুল আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করেছিলেন। তারেক রহমান সেই একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়, তাহলে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। তিনি আরও বলেন, সেই নতুন বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো লেবেল থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, প্রতিটি নাগরিক সমান অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে। খুলনা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত