
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাকে তল্লাশি করা হয়। এতে ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই কোটি ৩ লাখ টাকা।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাকচালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি