ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ

বিএমইউতে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউতে) এ পর্যন্ত ৩৪টি বিভাগের ১৭০ জন শিক্ষক, চিকিৎসককে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসির উদ্যোগে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আইকিউএসির উদ্যোগে ৮টি বিভাগের শিক্ষক, চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সভাপতিত্ব করেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। সঞ্চালনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ইভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস বা প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চার চিকিৎসা ব্যয় যেমন কমাবে, তেমন রোগীর মৃত্যু হার হ্রাসেও ভূমিকা রাখবে। প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় চিকিৎসক সমাজ উৎসাহিত হলে রোগীদের খরচ সাশ্রয়ের সঙ্গে সঙ্গে একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে ওষুধ ও ইনভেস্টিগেশনে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হবে না। ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ মেডিকেল অডিট, ক্লিনিকেল অডিট সাইকেলসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চার। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত