ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকরিচ্যুত কর্মচারীদের অপেক্ষা করতে বলল বিমান

চাকরিচ্যুত কর্মচারীদের অপেক্ষা করতে বলল বিমান

চাকরিচ্যুত কর্মচারীদের দাখিল করা দরখাস্তের সিদ্ধান্ত প্রাপ্তির জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্যে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিগত দিনে চাকরিচ্যুত কতিপয় অস্থায়ী কর্মচারীরা চাকরিতে পুনর্বহাল দাবি করে অবস্থান নেন। বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান কর্তৃপক্ষ বিগত সময়ে বৈষম্যের শিকার কর্মচারীদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির কাছে আলোচ্য চাকরিচ্যুত ব্যক্তিদের দরখাস্ত পর্যালোচনা করার জন্য দাখিল করা হয়েছে। ওই কমিটি ইতোপূর্বে বেশকিছু আবেদন নিষ্পত্তি করেছে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবশিষ্ট আবেদনসমূহ বিধি মোতাবেক নিষ্পত্তি করবে। বিমান কর্তৃপক্ষ আশা করে, আলোচ্য চাকরিচ্যুত কর্মচারীরা বিমানের উপর্যুক্ত নীতির প্রতি সম্মান প্রদর্শন করে তাদের দাখিলকৃত দরখাস্তের সিদ্ধান্ত প্রাপ্তির জন্য অপেক্ষা করবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত