
জাতিসংঘ সদরদপ্তরে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ৩০তম বার্ষিকী উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি-৫ অর্জনে একটি বাধ্যতামূলক বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের প্রস্তাব দেন। শারমীন এস মুরশিদ বলেন, তিন দশক পেরিয়ে গেলেও অগ্রগতি যথেষ্ট নয়। সংঘাতপূর্ণ এলাকা, জলবায়ু সংকট ও নারীর অর্থনৈতিক অংশগ্রহণে কিছু সাফল্য এলেও অনেক ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সমস্যা দৃষ্টিভঙ্গি নয়, বরং অসম জাতীয় অগ্রাধিকার। তাই আমাদের বিবেক ও ভালোবাসা দিয়ে সত্যিকার অর্থে একটি যত্নশীল সভ্য সমাজ গড়ে তুলতে হবে। বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস, লিঙ্গ-প্রতিক্রিয়াশীল বাজেট প্রাতিষ্ঠানিকীকরণ, মাতৃস্বাস্থ্যের উন্নতি, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতায়ন স্কোর অর্জন বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে। তবে সামাজিক রীতি, অর্থনৈতিক বৈষম্য এবং দক্ষতার ঘাটতির কারণে নারীরা এখনও পিছিয়ে আছে। তাই স্বেচ্ছাসেবী অঙ্গীকারের পরিবর্তে বাস্তবায়নযোগ্য অঙ্গীকার গ্রহণ জরুরি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি