
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ ভূমিতে ফেরাতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকার ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে পূজার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে।