ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৯৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে এক হাজার ৯৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এ সময় ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তালেবুর রহমান জানান, গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

এছাড়া ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত