
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। গত বৃহস্পতিবার বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) পরিচালক অধ্যাপক ড. মহিদুস সামাদ খানের নেতৃত্বে এ পরিদর্শনে যায় প্রতিনিধিদলটি। পরিদর্শনের সময়, নেসলে বাংলাদেশ টিম কয়েকটি প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করে যেখানে বুয়েট স্থানীয় জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে অবদান রাখতে পারে।
গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনে বুয়েট দলের অন্যান্য সদস্য ছিলেন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক রিফাত রহমান এবং আইএটি ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা।
নেসলে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর মো. রাশেদুল হাসান কায়েস আলহায়াতেরর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুয়েট টিমকে স্বাগত জানান। প্রতিনিধিদলে আরও ছিলেন মেজর হাবিব হক (অব.), সিনিয়র ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স ও সিকিউরিটি, দীপ রাজ বৈদ্য, কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার, এএসএম শামসুজ্জামান, প্রধান প্রকৌশলী, রেজাউল করিম, প্রধান উৎপাদন কর্মকর্তা, রিপন কুমার, ম্যানেজার ও ইউনিট প্রধান নিউট্রিশন ও বেভারেজ ইউনিট, মো. আলী জোবায়ের, প্রসেস ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তারা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি