
চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিলমিল সড়কে দ্রুতগতির একটি বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে থানার স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ঘটনাস্থলে রাস্তার পাশের এক দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক নারীকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।