
চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। চীন সরকার এরইমধ্যে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল Feasibility Study -এর জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, এ প্রকল্প বাস্তবায়িত হলে ১,৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি