ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বর্ণাঢ্য আয়োজনে গত শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। ইনস্টিটিউটের পোল্ট্রি রিসার্চ সেন্টারের আয়োজনে এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদার করণ প্রকল্পের অর্থায়নে দিবসটি পালিত হয়। বেলা ৩টায় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিএলআরআই-এর সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিএলআরআই-এর পোল্ট্রি রিসার্চ সেন্টার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিএলআরআই এর অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় বিএলআরআই-এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ড. শাকিলা ফারুক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উপ-পরিচালক বেগম মানছুরা হাছিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের দপ্তর প্রধান এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত