ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লায় ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন

কুমিল্লায় ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন

অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আধুনিক, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কুমিল্লায় ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শুক্রবার সকালে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্যকালে তিনি একথা বলেন। স্বল্প খরচে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। শারমীন এস মুরশিদ বলেন, কুমিল্লায় আধুনিক, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই হাসপাতাল কুমিল্লার মানুষের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্যের মধ্য দিয়েই তিনি ‘খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটাল’ (১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত