
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের ঢাকা উদ্যান প্রধান সড়কসহ ব্লক-সি ও ব্লক-ডি এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। গত বৃহস্পতিবার বিকালে বেড়িবাঁধ রাস্তার ঢাকা উদ্যান বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন। মোট ১১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকার এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লরিন এন্টারপ্রাইজ। প্রকল্পের আওতায় ঢাকা উদ্যান প্রধান সড়কের বিদ্যমান নর্দমা লাইন মেরামতের পাশাপাশি ফুটপাত ও রাস্তা উন্নয়ন করা হবে। একইসঙ্গে ব্লক-সি এর প্লট নং ১৫ থেকে ৫নং সড়ক পর্যন্ত এবং ব্লকডি এর ৩নং সড়ক হোল্ডিং নং ০১ থেকে ৫০/সি পর্যন্ত নর্দমা মেরামত ও রাস্তা সংস্কার করা হবে। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় দেড় কিলোমিটার সড়ক, এক দশমিক শূন্য নয় কিলোমিটার নর্দমা এবং প্রায় দুই কিলোমিটার ফুটপাত নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি