ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এটুআই ও আইসিটি বিভাগ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রস্তুতিতে একযোগে কাজ করবে

এটুআই ও আইসিটি বিভাগ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রস্তুতিতে একযোগে কাজ করবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতি জোরদার করতে গত মঙ্গলবার এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে গতকাল আইসিটি বিভাগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে আইসিটি বিভাগ, এর বিভিন্ন প্রকল্প, এটুআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।

স্বাগত বক্তব্যে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে প্রযুক্তি, উদ্ভাবন ও জনসেবার সুযোগ সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। যেন তারা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এমন দক্ষতা নিয়ে যেতে পারে, যা বাস্তব কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত