
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা আলমগীর হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে, তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বলা হয়েছে, ‘ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।’
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে, তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।