ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বর্ণাঢ্য আয়োজনে ৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বর্ণাঢ্য আয়োজনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় স্মরণ চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর স্মরণ চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। চবির কাটাপাহাড়, শহিদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। বেলা ১০.৩০টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে মাননীয় উপাচার্য ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের’ কেক কাটেন। এরপর বেলা ১১.১৫টা থেকে চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবির উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বিজ্ঞান অনুষদের ডিন ও ৬০তম বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বক্তব্যের শুরুতে ৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব; এ তিনটি আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গৌরবগাঁথা অধ্যায়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও ফজলুল কাদের চৌধুরীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, দীর্ঘ পথচলায় অনেক বাধা-বিপত্তি ও প্রতিকূলতার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জন বিশ্ব ইতিহাসে অনন্য পর্যায়ে পৌঁছেছে।

নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস, বিশ্ববিখ্যাত ভৌতবিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গুণী শিক্ষক-শিক্ষার্থী দেশে-বিদেশে সুনামের কাজ করেছেন। গবেষণায়-উচ্চশিক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশেই কম নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত