
অনুষ্ঠিত হলো মানবতার কল্যাণে গঠিত বিশ্ব মানবাধিকার ভিশনের (WHRV) বাড্ডা থান কমিটির অভিষেক অনুষ্ঠান। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি তৌফিক অপু এবং সারারণ সম্পাদক আজগর আলী সোহাগ। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে অভিষেক ঘটলো বাড্ডা থানার এই কমিটির। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ভিশনের চেয়াম্যান ডা. এম মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের মহা সচিব হারুন অর রশিদ এবং WHRV এর ফাউন্ডার মো. সালাহউদ্দিন নিলয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাড্ডা থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার গায়েন। নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিশ্ব মানবাধিকার ভিশনের ফাউন্ডার সালাউদ্দিন বলেন, এই বাড্ডা থেকে এই সংগঠনের যাত্রা। তাই বাড্ডা থানা কমিটির দায়িত্ব অনেক বেশি। এদেশে মানুষের কল্যাণে কাজ করাও বেশ চ্যালেঞ্জিং। কেউ কেউ তো ভন্ড ভেবে বসে। তবে আশার কথা হচ্ছে বিশ্ব মানবাধিকার ভিশনে এমন কোন কার্যকলাপের প্রমাণ মিলেনি। মহাসচিব হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, মানবতার জন্য কাজ করতে কোন গণ্ডি লাগে না। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনারা মানুষের উপকারের জন্য কাজ করে যেতে পারবেন। সেদিক থেকে এই বাড্ডা থানা কমিটি যেন আইডল হয়। প্রধান অতিথি তার বক্তব্যে WHRV এর পূর্বের সফলতা এবং এর ফাউন্ডারের ভূয়সী প্রসংশা করেন। মানবতার যে কোন কাজে ডাকলে তিনি সব সময়ই পাশে থাকবেন। এছাড়া WHRV পরিচালিত পথ শিশুদের জন্য ‘শিক্ষার স্বপ্ন স্কুল’ নামে একটি স্কুল রয়েছে। যেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এমন উদ্যোগ যেন এই কমিটি নেয় সে আশাবদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুল ও শুভেচ্ছা স্বারক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাড্ডা থানা কমিটির সভাপতি তৌফিক অপু। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক পুস্পিতা আহমেদ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি