ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউআইটিএসের মেধাবী শিক্ষার্থীদের ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

ইউআইটিএসের মেধাবী শিক্ষার্থীদের ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে শরৎকালীন সেমিস্টার ২০২৫-এর প্রতিটি বিভাগ থেকে বাছাই করে মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান করা হয়। ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও আনুপাতিক হারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় জন, বিজনেস স্টাডিজ বিভাগের সাতজন, আইন বিভাগের চারজন, ইংরেজি বিভাগের চারজন, ফার্মেসি বিভাগের তিনজন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন এবং আইটি বিভাগের একজনসহ মোট ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এই বৃত্তি তোমাদের অর্জন। তোমাদের দায়িত্ব এখন আরও বেশি। তোমাদের এই মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগাবে, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জল হয়। উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত