
উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের পেশাদ্বারিত্ব বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর আয়োজনে গত সোমবার অনুষ্ঠিত হলো ওয়েবিনার। একাডেমিক মানোন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।
ওয়েবিনারে অধ্যাপক মুস্তাফা আধুনিক শিক্ষণ পদ্ধতি, ছাত্র-শিক্ষক যোগাযোগের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষাদান এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষকরা নিজেরা অন্যকে তৈরি করার দ্বায়িত্ব নেন, দ্বায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। পাশাপাশি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক শিক্ষাদান, ক্লাসরুম এনগেজমেন্ট, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ এবং কার্যকর মূল্যায়ন সংক্রান্ত কয়েকটি উপযোগী কৌশল তুলে ধরেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি