ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফুটওভার ব্রিজের সিঁড়িতে এই হত্যাকাণ্ড হয়। সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এরইমধ্যে কাজ শুরু করেছে। পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানকে পুলিশই হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্দিকুরের ছোট ভাই ইদ্রিসুর রহমান গণমাধ্যমকে বলেন, আমার ভাই কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে,’ বলেন আতিকুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত