
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ‘নন পারফর্মিং লোন (ঘচখ) ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা গত বৃহস্পতিবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জসীম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি