ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য : সমাজকল্যাণ উপদেষ্টা

সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য; বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে’। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘আত্মণ্ডঅনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ২০২৬। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত শুক্রবারের পরিবর্তে গতকাল শনিবার বর্ণাঢ্য ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়; আস্থা আজ সমাজসেবায়’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্র মানে একটি অনুকূল পরিবেশ তৈরি করা। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছি যেখানে তরুণরা মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি জানিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এখন সেই ন্যায্যতার জায়গায় নিয়ে যেতে হবে।’ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতা, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সমাজসেবা অধিদপ্তরের সেবা ও কার্যক্রমের ওপর মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতধীন দপ্তর/সংস্থাসহ সমাজসেবা অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত