ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিচালিত আইসব্রেকারের জ্বালানি উৎপাদন করল রসাটম

সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিচালিত আইসব্রেকারের জ্বালানি উৎপাদন করল রসাটম

‘লীডার’ প্রকল্প (প্রকল্প ১০৫১০) এর অধীনে পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত আইসব্রেকার ‘রছিয়া’ এর প্রথম রিয়্যাক্টর কোর-এর উৎপাদন ও কমিশনিং সফলভাবে সম্পন্ন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। এই রিয়্যাক্টরের প্রথম জ্বালানি উৎপাদন করেছে ইলেকট্রোস্তালে অবস্থিত রসাটম জ্বালানি বিভাগের যন্ত্র প্রস্তুতকারী কারখানা ।

রছিয়ায় মোট দুটি RITM-400 রিয়্যাক্টর স্থাপিত হবে, যেগুলো RITM-200 রিয়্যাক্টরের তুলনায় ১.৮ গুণ অধিক শক্তিশালী। উল্লেখ্য, বর্তমানে RITM-200 রিয়্যাক্টরগুলো রাশিয়ার অন্য একটি প্রকল্প ২২২২০-এর অধীনে পরিচালিত ইউনিভার্সাল আইসব্রেকারগুলোতে ব্যবহৃত হচ্ছে। দুটি RITM-400 রিয়্যাক্টর থেকে মোট ১২০ মেগা-ওয়াট শ্যাফট পাওয়ার পাওয়া যাবে। একারণেই রছিয়া আইসব্রেকারটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী।

ইউনিভার্সাল আইসব্রেকারগুলো সাধারণত গভীর এবং অগভীর পানিতে চলাচলে সক্ষম হলেও লীডার প্রকল্পের আইসব্রেকারগুলোর কাজ হবে কিছুটা ভিন্ন।

এই শক্তিশালী আইসব্রেকার চার মিটার পুরু বরফ কেটে এগিয়ে যাবার সময় পঞ্চাশ মিটার প্রশস্থ একটি চ্যানেল তৈরি করবে, যার ফলে পণ্যবাহী জাহাজগুলো সহজেই এই চ্যানেল দিয়ে চলাচল করতে পারবে। উত্তর সমুদ্রপথকে সারা বছর ধরে জাহাজ চলাচলের উপযোগী রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসরণকারী জাহাজগুলোকে এসকর্ট করে রছিয়া আইরব্রেকার দুই মিটার পুরু বরফ কেটে ঘণ্টায় বারো নটিক্যাল মাইল গতিতে এগিয়ে যেতে পারবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত