
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরসমূহে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং এসব স্থাপনার সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে ডিএনসিসি।
গতকাল গুলশান নগরভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ১৩তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, ডিএনসিসির আওতাধীন ৫২টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর সঠিকভাবে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেটি নিয়মিতভাবে তদারকির জন্য এই স্টিয়ারিং কমিটি গঠন করা হচ্ছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি