
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে স্বাস্থ্যসেবা খাতকে সাশ্রয়ী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এবং রোগীদের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে এশিয়া প্যাসেফিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (এপিএমএএ বা আপমা)-এর বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়েবিনার্স অনুষ্ঠিত হয়েছে। গত রোববার, বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে উক্ত অ্যাসোসিয়েশন ও সহ-আয়োজক বিএমইউ’র উদ্যোগে ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে স্বাস্থ্য খাতে কর্পোরেট যোগাযোগ ও হিসাবরক্ষণে উদ্ভূত বিষয়সমূহ ও ডিজিটাল যুগে উদ্ভাবন, সততা ও জবাবদিহিতা থিম নিয়ে আয়োজিত এই ওয়েবিনার্সে স্বাস্থ্য খাতে হেলথ একাউন্টিং, হেলথ ইকোনোমিক্সের গুরুত্ব তুলে ধরা হয়। এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্ট একাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়েবিনারে বিশ্বের প্রায় ৫০টি দেশ এবং বাংলাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ দুই শত পঞ্চাশের অধিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিশেষজ্ঞ, কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি