
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী গতকাল মঙ্গলবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে তাকে এনএসডিএ-র আওতায় চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ এবং দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। মতবিনিময় সভার পাশাপাশি তিনি এনএসডিএ-র দপ্তর ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান। সভায় সভাপতিত্ব করেন- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি দেশের দক্ষতা উন্নয়ন খাতে এনএসডিএ-র চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি