ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

এনএসডিএ পরিদর্শন করলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত

এনএসডিএ পরিদর্শন করলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী গতকাল মঙ্গলবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তাকে এনএসডিএ-র আওতায় চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ এবং দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। মতবিনিময় সভার পাশাপাশি তিনি এনএসডিএ-র দপ্তর ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান। সভায় সভাপতিত্ব করেন- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি দেশের দক্ষতা উন্নয়ন খাতে এনএসডিএ-র চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত