ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পৃথক ঘটনায় ‘পাঠাও’ ও মাইক্রোচালককে হত্যা

পৃথক ঘটনায় ‘পাঠাও’ ও মাইক্রোচালককে হত্যা

চট্টগ্রামে পৃথক দুই জায়গায় ছুরিকাঘাতে ভাড়ায় চলা মোটরসাইকেলের (পাঠাও) চালক ও মাইক্রোবাসচালক হত্যার ঘটনা ঘটেছে। গতরাতে নগরীর বন্দর ও হাটহাজারী উপজেলায় এ দুই ঘটনা ঘটে। নিহত পাঠাও চালকের নাম আইজুর রহমান (৩৬)। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি স্ত্রীসহ নগরীর দুপ পোল এলাকায় থাকতেন। অন্যদিকে নিহত মাইক্রোবাসচালক মাহবুব আলমের (৩৫) বাড়ি হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকায়। পুলিশ জানায়, রাত ১২টার দিকে হালিশহর থানার বড়পোল এলাকায় আইজুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তিনি মোটরসাইকেল চালিয়ে বন্দর পোর্ট কলোনি এলাকায় গিয়ে রাস্তায় পড়ে যান। টহল পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘মৃত্যুর আগে আইজুর পুলিশকে জানিয়েছেন, বড়পোল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত