ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে বরগুনায় ১০০ দুস্থ নারী পেল শীতবস্ত্র

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে বরগুনায় ১০০ দুস্থ নারী পেল শীতবস্ত্র

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে গত শনিবার বরগুনার আমতলীর হরি মৃত্যুঞ্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১০০ জন দুস্থ ও শীতার্ত নারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষিকা হাসিনা বেগমণ্ডএর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য লাইলী আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য যে, গত ২৪ ডিসেম্বর ২০২৫ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ৩০তম নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে ৮০টি, খুলনা শাখা মিশনে ২০টি এবং উইমেন্স পাওয়ারের আবেদন অনুযায়ী ১০০টি কম্বল বরগুনার আমতলিতে কম্বল বিতরণ করতে হবে। সিদ্ধান্তানুযায়ী কুরিয়ারের মাধ্যমে কম্বলগুলো পাঠানো হয় এবং তা সুষ্ঠুভাবে বিতরণের জন্য আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের পক্ষ থেকে ফোরামের সাধারণ সম্পাদক ও ঊর্ধ্বতন প্রশাাসনিক কর্মকর্তা গত ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ বরগুনার আমতলীতে যান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত