
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। গতকাল রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি